বাংলাদেশের বিপক্ষে ওডিআই ও টি-২০ সিরিজের সূচি ঘোষণা করলো জিম্বাবুয়ে।
মঙ্গলবার ১৯ জুলাই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের দুই সিরিজের সময়সূচি ঘোষণা করে জিম্বাবুয়ে।
এদিকে দেশে ফিরেই রঙিন পোশাকের সিরিজ খেলতে উড়াল দিতে হচ্ছে টিম বাংলাদেশকে। সেখানে ৩ ওয়ানডে এবং সমান সংখ্যক টি-২০ ম্যাচ খেলবে টাইগাররা।
সূচি অনুযায়ী, আগামী ২৬ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশে বিমানে চড়বেন টাইগাররা।
৩০ জুলাই টি-২০ সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের জিম্বাবুয়ে মিশন। এরপর ৩১ ও ২ আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ।
টি-টোয়েন্টি শেষে শুরু হবে ওয়ানডের লড়াই। ৫, ৭ ও ১০ আগস্ট মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ।
দুই সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের পূর্ণাঙ্গ সূচি
বাংলাদেশ সময় অনুযায়ী
প্রথম টি-টোয়েন্টি
৩০ জুলাই, বিকেল ৫টা
দ্বিতীয় টি-টোয়েন্টি
৩১ জুলাই, বিকেল ৫টা
তৃতীয় টি-টোয়েন্টি
২ আগস্ট, বিকেল ৫টা
প্রথম ওয়ানডে
৫ আগস্ট, দুপুর ১.৩০ মিনিট
দ্বিতীয় ওয়ানডে
৭ আগস্ট, দুপুর ১.৩০ মিনিট
তৃতীয় ওয়ানডে
১০ আগস্ট, দুপুর ১.৩০ মিনিট