রোববার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সীতাকুণ্ডে অগ্নিকান্ডের ঘটনায় অগ্নিদগ্ধ রোগীদের দেখতে যান। সেখানে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের খোঁজ খবর নেন এবং ব্যাক্তিগতভাবে রোগীদের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন।
আমিনুল ইসলাম আমিন বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে আহত অগ্নিদগ্ধ রোগীদের প্রথম থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা খোঁজ খবর রাখছেন। তাদের চিকিৎসার জন্য সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। সীতাকুণ্ডের দুর্ঘটনায় যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। সীতাকুণ্ডের ঘটনা খুবই দুঃখজনক।
এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালাক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম আহসান এমপিএইচ, সহকারী পরিচালক ডা. রাজিব, ডা. রফিক উদ্দিন, ডা. রেজায়ানুল রায়হান,ডা. নাবিলা নুর, আওয়ামীলীগ নেতা ফখরুদ্দিন বাবলু,নাজিম উদ্দীন, যুবলীগ নেতা মোরশেদ,জুয়েল,মুনতাসীর প্রমুখ।