প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে প্রায় চার মাস বন্ধ থাকার পর সীমিত পরিসরে আগামী ১৬ জুলাই খুলছে জাতীয় প্রেস ক্লাব। সেদিন থেকে প্রেস ক্লাব প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। ক্লাবের সদস্যদের স্বাস্থ্যবিধি মেনে সেখানে যাওয়ার অনুরোধ করা হয়েছে।
প্রেস ক্লাব খোলার বিষয়টি রোববার নিশ্চিত করেন ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম।