দর্পণ ডেস্ক : সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গৃহবন্দি থাকা মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচিকে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দাপ্তরিক গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে বৃহস্পতিবার সু চি ও তার অর্থনৈতিক উপদেষ্টা শন টার্নেলকে তিন বছর করে কারাদণ্ডের রায় দিয়েছেন দেশটির সামরিক আদালত।
২০২১ সালে নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করেন সু চি। পরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে ১ ফেব্রুয়ারি সু চিকে গ্রেপ্তার করা হয়। সামরিক অভ্যুত্থানের পাঁচ দিন পর মিয়ানমার থেকে গ্রেপ্তার হন শন টার্নেল।
শন টার্নেল সিডনির ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। বিচার চলাকালে মিয়ানমারে অস্ট্রেলিয়া দূতাবাসের কাউকে আদালতে উপস্থিত থাকার অনুমতি দেয়া হয়নি।
পরিচয় গোপন রাখার শর্তে একটি সূত্র এপিকে জানিয়েছে, অং সান সুচি ও তার সাবেক অর্থনৈতিক উপদেষ্টা শন টার্নেল— দুজনকেই তিন বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। সাজা ভোগের সময় কোনো কঠোর পরিশ্রম করতে হবে না।
২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতাসীন গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। অং সান সুচি ও তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) কয়েক হাজার নেতাকর্মীকে বন্দি করে জান্তা সরকার।
বিভিন্ন অভিযোগে সামরিক আদালতে সু চির বিচার চলছে। সব মামলায় সুচি দোষী সাব্যস্ত হলে সব মিলিয়ে তার প্রায় ১৯০ বছরের কারাদণ্ডাদেশ হতে পারে।