অনলাইন ডেস্ক :
দ্বিতীয় রাউন্ডে যাওয়ার হিসেবেটা জাপানের জন্য যেমন দাঁড়িয়েছিল। ঠিক সেনেগালের জন্যও তেমন দাঁড়িয়েছিল। জিতলে শেষ ষোলোয় চলে যেত দু’দলই। সমতায় শেষ করলেও কোন সমস্যা হতো না। তবে দু’দলই হেরে নিজ নিজ ম্যাচে। আর তাতে বিদায় নিতে হয়েছে সেনেগালের। শেষ ষোলোয় টিকে গেছে জাপান। প্রথম ম্যাচে হারের পরও শেষ দুই ম্যাচে জিতে গ্রুপ সেরা হয়ে শেষ ষোলোয় গেছে কলম্বিয়া।
রাশিয়া বিশ্বকাপ থেকে আফ্রিকার সব প্রতিনিধিরা বিদায় নিয়েছে। আশা ছিল কেবল সেনেগালের। তবে ৭৪ মিনিটে ইয়ারি মিনা গোল করে তাদের স্বপ্ন শেষ করেছে। নতুন প্রাণ দিয়েছে কলম্বিয়ার স্বপ্নে। আর সেনেগাল-জাপান ম্যাচটি গোল ব্যবধান এবং মুখোমুখি লড়াইয়ে সমান সমান ছিল। কিন্তু কারণ হয়ে দাঁড়িয়েছে ফেয়ার প্লে রুল। আর তাতে এগিয়ে ছিল জাপান।
১৭ মিনিটে অবশ্য এক পেনাল্টি পেয়ে যায় সেনেগাল। কিন্তু পরে তা বাতিল হয়ে যায়। এছাড়া ২৭ মিনিটে তারা একটি সুযোগ নষ্ট করে। ৩৭ মিনিটেও গোল দেওয়ার ভালো এক সুযোগ পায় সেনেগাল। কিন্তু কাজে লাগাতে পারেনি তারা। আর কলম্বিয়া ভালো সুযোগটি পান ২৫ মিনিটে। কিন্তু ফ্যালকাও লক্ষ্য ভেদ করতে পারেননি। তবে ইয়ারি মিনা গোল দিয়ে শেষ ষোলোয় নিয়ে গেল দলকে।