সম্প্রতি নিউ ইয়র্কের বাসিন্দা জেসিকা জর্জ নামের এক তরুণী সেলফি তুলতে গিয়ে যা করেছেন তা নিয়েই আলোচনায় মেতেছেন নেটিজেনরা। ভাইরাল হয়েছে সেলফি তুলার একটি ভিডিও।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জেসিকা নামে ওই তরুণী বিভিন্ন ভঙ্গিতে মেট্রো রেলের ভেতরেই সেলফি তুলার প্রস্তুতি নিচ্ছেন। আশপাশ সব ভুলে একা একাই নিজের পোজে মুগ্ধ হচ্ছেন জেসিকা। তারপর আবার নতু‌ন পোজ ট্রাই করছেন।
বহু মানুষই জেসিকার আত্মবিশ্বাস দেখে মুগ্ধ। একা একাই এমন গ্ল্যামারাস ফোটো শ্যুট করার পরে তারা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন জেসিকাকে।

https://youtu.be/Qi7P7TwYq3U?t=2