সোমবার শুরু সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ- ছবি: সংগৃহীত

সোমবার বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল ও শ্রীলংকা-এই ৫ দেশের অংশগ্রহণে ভারতের ভুবনেশ্বরে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। প্রথম দিনেই মাঠে নামছে বাংলাদেশ। 

উদ্বোধনী ম্যাচে অংশ নেবে নেপাল ও মালদ্বীপ। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার এ ম্যাচ।

খেলা হবে লিগ পদ্ধতিতে। লিগ খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল অংশ নেবে ফাইনালে।

এ নিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের অধিনায়ক তানভীর হোসেন বলেন, ‘সোমবার আমরা প্রথম ম্যাচ খেলতে নামবো। এখানে আসার পর আমরা গতকাল ও আজ অনুশীলন করেছি। সবাই ভালো আছে। দলে কোন ইনজুরি সমস্যা নেই। সোমবার আমাদের খেলা শ্রীলংকার বিপক্ষে। আমাদের দলের সবাই এই ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছি। প্রথম ম্যাচটা জয় দিয়েই শুরু করতে চাই।’

তানভীর আরো বলেন, ‘আমরা দেশের জন্য খেলতে এসেছি। তাই দেশবাসীর কাছে দোয়া চাই। সবাই যেন আমাদের জন্য দোয়া করেন। আমাদের লক্ষ্য জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা। আমরা যেন এখান থেকে দেশের মুখ উজ্জ্বল করে ফিরতে পারি।’