অনলাইন ডেস্ক : চোখ ধাঁধানো এক উদ্বোধনী অনুষ্ঠানের মাঠে নেমেছে রাশিয়া ও সৌদি আরব। ম্যাচের ১১.৪৫ মিনিটে কর্ণার থেকে ইউরি গাজিনস্কিয়ি দারুণ এক গোল দিয়ে স্বাগতিক রাশিয়াকে এগিয়ে দেন।
উদ্বোধনী ম্যাচে গোল করতে মাত্র ১২ মিনিট সময় নিলো রাশিয়া। স্বাগতিক হিসেবে নিজেদের ওপর থাকা চাপটা শুরুতেই দিয়ে দিল সৌদি আরবের ঘাড়ে। রাশিয়া বিশ্বকাপের প্রথম গোলদাতা হিসেবে ইউরি গাজনস্কির নাম উঠে গেলো রেকর্ড বইয়ে।
গ্লোভিন এবং জারকভ দারুণ একটি বল দেওয়া নেওয়া করে সৌদি আরবের বক্সে ঢুকে যায়। কিন্তু গোলে নেওয়া শটটা কর্ণারের বিনিময়ে ফেরে সৌদি ডিফেন্ডারের পায়ে লেগে। সেখান থেকে জিরকভ দুর্বল কর্ণার কিক নেন। তা থেকে গোল হওয়ার কথা ছিল না। হয়ও নি।
তবে কর্ণার থেকে ফিরতি বলটি আবার পেয়ে যায় রাশিয়ার গ্লোভিন। তিনি দারুণ এক ক্রস দেন। সেই ক্রস থেকে দুর্দান্ত এক হেড করেন গাজনস্কি। তার হেডটা ঠেকানোর কোন সুযোগ ছিল না সৌদি আরবের গোলরক্ষক আবদুল্লাহ আল মায়ূয়ের। গাজনস্কির ১২ মিনিটের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক রাশিয়া।
রাশিয়া বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হয়েছে স্বাগতিক রাশিয়া ও সৌদি আরব।
রাশিয়া একাদশ
গোলরক্ষক: ইগর আকিনফিভ
রক্ষণভাগ: মারিও ফারনান্দেস, সের্গেই ইগনাশেভিচ, ইলিয়া কুতেপভ
মধ্যমভাগ: ইউরি গাজিনস্কিয়ি, আলান জাগোয়েভ, রোমান জোবনিন, আলেক্সান্দর গোলোভিন, ইউরি ঝিরকভ, আলেক্সান্দর সামেদভ
আক্রমণভাগ: ফেদর স্মলভ।
সৌদি একাদশ
গোলরক্ষক: আবদুল্লাহ আল মাইয়ুফ।
রক্ষণভাগ: মোহাম্মদ আল বোরায়েক, ওমার হাউসাবি, ওসামা হাউসাবি, আল শাহরানি।
মধ্যমভাগ: আবদুল্লাহ ওতাইফ, সালেম আল দাউসারি, সালমান আল ফারাজ, তাইসির আল জাসিম, ইয়াহিয়া আল শেহরি।
আক্রমণভাগ: মোহাম্মদ আল সাহলাবি।