অনলাইন ডেস্ক:

সুয়ারেজের একমাত্র গোলে সৌদি আরবকে হারাল উরুগুয়ে। সেই সুবাদে বিশ্বকাপ থেকে বিদায় হয়ে গেল সৌদি আরবের। সেই সঙ্গে বিদায় হয়ে গেল মিশরেরও। এখন ‘এ’ গ্রুপ থেকে আয়োজক রাশিয়া ও উরুগুয়ে নকআউপর্ব নিশ্চিত করেছে। তবে এই দুটি দলের মধ্যে কোনটি গ্রুপ চ্যাম্পিয়ন হবে তা পরবর্তীতে নির্ধারিত হবে। বুধবার দিনের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ে জয় ১-০ গোলে। গ্রুপপর্বে দ্বিতীয় রাউন্ডের এই ম্যাচে ২৩ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন সুয়ারেজ। এ সময় সানচেজের কর্নার থেকে দারুণ এক ভলিতে বল পাঠিয়ে দেন প্রতিপক্ষের জালে। আগের দিন একই গ্রুপের অন্য ম্যাচে মিশরকে ৩-১ গোলে হারায় রাশিয়া। প্রথম ম্যাচে মোহাম্মদ সালাহর দল উরুগুয়ের কাছেও হেরেছিল। তাই এই গ্রুপে প্রথম দুটি করে ম্যাচ জয়ের মাধ্যমে নকআউট পর্ব নিশ্চিত করে রাশিয়া ও উরুগুয়ে। আর শুরুর দুটি ম্যাচই হেরে বিদায় হয়ে গেছে সৌদি আরব ও মিশরের