অনলাইন ডেস্ক : জয়পুরহাট সদর উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (৩ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে বুধবার (৪ জুলাই) জয়পুরহাট সদর থানায় বাবু হোসেন (২৭) নামের এক ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মমিনুল হক এসব তথ্য জানিয়েছেন।
আসামি বাবু হোসেন উপজেলার আমদই গ্রামের মোজাম্মেল হকের ছেলে। সে দুই সন্তানের জনক।
স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার বিকালে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিল ওই ছাত্রী। তার বাবা-মা তখন বাড়িতে ছিলেন না। এ সুযোগে ওই বাড়িতে ঢুকে মেয়েটিকে ধর্ষণ করে বাবু। এসময় মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে বাবু পালিয়ে যায়। পরে মঙ্গলবার রাতে ওই ছাত্রীকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার তুলশী চন্দ্র রায় বলেন, ‘মঙ্গলবার রাতে ওই ছাত্রীকে ভর্তি করা হয়। এখন তার পরীক্ষা-নিরীক্ষা চলছে।’
ওসি মমিনুল হক বলেন, ‘প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বুধবার মামলা হওয়ার পর আসামি বাবুকে গ্রেফতারের চেষ্টা চলছে।’