রোববার (১৯ জুন) রাতে উপজেলার কৈকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত স্বামী রশিদুল (৪৫) একই এলাকার বাসিন্দা। নিহত মেয়ে ও মায়ের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় আহত রশিদুল ও তার স্ত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পীরগাছা থানার ওসি সরেস চন্দ্র এ তথ্য নিশ্চিত করে জানান, রাতে উপজেলার কৈকুড়ি এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে রশিদুল ও স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রশিদুল তার স্ত্রী ও মেয়েকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন।
এতে ঘটনাস্থলেই তার মেয়ের মৃত্যু হয়। রশিদুল ও তার স্ত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেয়ের মরদেহ একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।