গোফরান পলাশ, পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালী-৪ আসনের সাংসদ অধ্যক্ষ মো: মহিব্বুর
রহমান এমপি বলেছেন, ’বিএনপি সরকার এ দেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল। জয়
বাংলা শ্লোগান কে তারা নির্বাসনে পাঠাতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা
জননেত্রী শেখ হাসিনা’র আন্দোলন, সংগ্রাম ও নিরলস পরিশ্রমে বাংলাদেশ আজ
বিশ্বের মানচিত্রে একটি উন্নত, সমৃদ্ধ রাষ্ট্র। কোন অপশক্তিই বাংলাদেশের
উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে পারেনি। ১৫ আগষ্টের কালো রাতে স্বপরিবারে
বঙ্গবন্ধুকে হত্যার পরও ঘাতকরা থামাতে পারেনি সেই বজ্রকন্ঠ, ’এবারের
সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।’
রবিবার সকালে স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে বঙ্গবন্ধু’র ৪৬তম
শাহাদাৎ বার্ষিকী’র আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মহিব এসব
কথা বলেন। মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি কলাপাড়া ইউএনও আবু
হাসনাত মোহম্মদ শহিদুল হক’র সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক
হাবিবুল্লাহ রানার সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা
আওয়ামীলীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, উপজেলা
পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, জেলা আওয়ামীলীগের
সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন প্রমূখ।
এর আগে শোক দিবসে যুবউন্নয়ন অধিদপ্তরের বেকার যুবদের মাঝে ঋনের চেক
বিতরন, দুর্যোগও ত্রান মন্ত্রনালয়ের মসজিদ-মাদ্রাসায় ঢেউ টিন বিতরন সহ
উপজেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত শোক দিবসের সকল কর্মসূচীতে
প্রধান অতিথি হিসেবে যোগ দেন এমপি মহিব। শনিবার বিকেলে ধূলাসার ইউনিয়ন
আওয়ামীলীগ আয়োজিত ১৫ আগষ্ট কালো রাতে শাহাদাৎবরনকারী বঙ্গবন্ধু ও তার
পরিবারের সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া মিলাদে অংশ নেন
তিঁনি।
এদিকে রবিবার সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে শোকদিবসের আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে। মো: হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সম্পাদক এসএম মোশারেফ
হোসেন মিন্টুর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক
শামসুল আলম, বশির বিশ্বাস, জীবন কুমার মন্ডল, বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,
অশোক মূখার্জী, জসিম পারভেজ, মিলন কর্মকার রাজু প্রমূখ। সভায় বিদেশে
পালিয়ে থাকা খুনীদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার
দাবী জানান বক্তারা।