ছবিঃ অন্তর্জাল (প্রতীকী)

সুতরাং প্রাণীদের পরিবর্তে আমি সেখানে জায়গা দিলাম আমার প্রিয় দুইজন দার্শনিক কাম্যু ও কাফকাকে। তুললাম দুটো গান; একটা ছোট, অন্যটা বড়।

নিলাম দু’টো কবিতা, দুটো উদ্ধৃতি, দুইজন বন্ধু, দুই ধরনের ভালোবাসা, মূদ্রার এপিঠ-ওপিঠ, দুটো চাঁদ, দুটো নক্ষত্র, দুটো রঙ; কালো অনুপস্থিতি ও শান্তির বাহক হিসেবে এবং সাদা রংধনু ও অভিজ্ঞতার প্রতিনিধি হিসেবে।

আমি তুললাম দুটো পাখির পালক, দুটো ফুল, দুটো মৃদু হাসি; একটা আসল ও অন্যটা বক্র। আরোহন করালাম  কমিউনিজম, সহমর্মিতা, বিজয়ীর অনুভূতি এবং আসল মানবিকতার বোধকে। জায়গা করে দিলাম  স্বপ্ন, সৌন্দর্য, ভাষা ও সংস্কৃতিকে। অন্যান্য ছোট ছোট জিনিসের সাথে…

সাথে তুলে দিলাম  দুই প্যাকেট সিগারেট, দুই বোতল মদ, দুটো সুঁই, দুটো পেন্সিল, একটা নোটবুক, দুটো বই এবং একজোড়া নতুন চোখ।

ঢেউয়ের পিঠে আরোহন করার পরিবর্তে সেগুলোকে সাথে তুলে নিলাম। স্রষ্টার কথা না শুনে আমি তাকেও তুলে নিলাম। 

আমার পরিবর্তে আমি একটা ধারণা ও কয়েকটি স্মৃতি তুলে দিলাম, যেগুলো ছিল আমার শ্রেষ্ঠ স্মৃতি। অবশেষে আমি ভালোবাসাকে সেই হৃদয়- নৌকায় তুলে দিলাম এবং নিজে এক চিরন্তন ঘুমের ভেতরে ডুবে গেলাম।