দর্পণ ডেস্ক
ফাইল ছবি
ট্রাফিক সপ্তাহের মধ্যেই রাজধানীতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে বহনকারী গাড়িকে ধাক্কা দিয়েছে নিউ ভিশন পরিবহনের একটি বাস। শুক্রবার রাত ৯টায় নিউ ভিশন পরিবহনের ওই বাসটি মন্ত্রীর গাড়িকে ধাক্কা দেয়। কলেজ গেইট যাত্রী ছাউনির সামনে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ওসি গনেশ গোপাল বিশ্বাস বলেন, বাসটি চালাচ্ছিল চালকের সহকারী। এ ঘটনায় বাসের চালক ইব্রাহিম খলিল ইমন ও তার সহকারী মানিককে আটক করা হয়েছে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার জানান, মন্ত্রী রোগী দেখতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এসেছিলেন। রোগী দেখে তিনি নাখালপাড়ার উদ্দেশে রওনা দেন। মন্ত্রীর গাড়িটি হাসপাতালের সামনে কলেজ গেটের বিপরীতে গেলে বাসটি পেছন দিক থেকে মন্ত্রীর গাড়িকে ধাক্কা দেয়। ওই সময় মন্ত্রী গাড়িতে ছিলেন। ওই বাস ও বাসের হেলপারকে আটক করে শেরেবাংলা নগর থানায় সোপর্দ করা হয়েছে।
ট্রাফিক পশ্চিম বিভাগের উপকমিশনার (ডিসি) লিটন কুমার সাহা জানান, থানায় নেওয়ার পর বাসটিকে ডাম্পিংয়ে দেওয়া হয়েছে। বাসের ধাক্কায় মন্ত্রীর গাড়ির পিছনের দিকে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মন্ত্রী তার গাড়িতে করেই ঘটনাস্থল ত্যাগ করেছেন।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.