ঐতিহাসিক সেতুর উদ্বোধনের দ্বিতীয় দিন অর্থাৎ সোমবার (২৭ জুন) ভোরে স্বামী রাকিব সরকারকে নিয়ে পদ্মাসেতু ভ্রমণ করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
[wpcc-iframe src=”https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fda.real.mahi%2Fvideos%2F1012980422553444%2F&show_text=false&width=267&t=0″ width=”267″ height=”476″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share”]
এদিন ভোর পৌনে ৬টায় মাহি সোশ্যাল মিডিয়া ফেসবুকে লাইভে এসে পদ্মা সেতুর একটি ভিডিও দেখান। এ সময় তাকে বলতে শোনা যায়- এটা একটা স্মৃতি। এত ভোরবেলা তো কেউ আসে না। আমরা এখন পদ্মা সেতুতে। আমরা কিন্তু ঢাকা থেকে যাচ্ছি না বরং ফরিদপুর থেকে ঢাকা যাচ্ছি।
এ সময় রাকিব সরকার বলেন, শুধু আমি না, আমার মতো লক্ষ-কোটি মানুষ অপেক্ষায় ছিল যে, কবে উদ্বোধন হবে স্বপ্নের পদ্মাসেতু। কবে যান চলাচল শুরু হবে সেতু দিয়ে। কবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা উদ্বোধন করবেন। তো যখন পদ্মাসেতু উদ্বোধন হলো তখন আমরা সিলেট ছিলাম। সেখান থেকে গতকালই ফিরেছি।
এ সময় পদ্মা সেতু দিয়ে পারাপারের সুবিধার বিষয়গুলো তুলে ধরেন রাকিব সরকার।