অনলাইন ডেস্ক : পাকিস্তানে স্বামীর গুলিতে প্রাণ হারালেন পশতু ভাষার এক মঞ্চ অভিনেত্রী ও গায়িকা। বুধবার দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নওশেরা জেলায় মারা যাওয়া অভিনেত্রীর নাম রেশাম খান।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন রেশাম। তার স্বামীর নাম ফাওয়াদ।

রেশামকে হত্যার পেছনে পারিবারিক কলহের জেরের ধারণা করছে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই স্থানীয় থানায় অভিযোগ করেছেন।

নিহত রেশাম খান জনপ্রিয় মঞ্চ অভিনেত্রী ছিলেন। তিনি দেশ ও দেশের বাইরে পারফর্ম করতেন।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশটিতে নারীদের ওপর দিনের পর দিন সহিংসতা বেড়েই চলেছে। গত ফেব্রুয়ারিতে এ প্রদেশের মার্দান এলাকায় গায়িকা সাম্বালকে গুলি করে হত্যা করা হয়।