এ্যাডঃ মোঃ রেজাউলকরিমমিঞা এম কম, এমবিএ, এলএলবি, আইটিপি
হে পৃথিবী দেখ ও এখন কত বড়, মস্তবড়!
শৈশবকে স্বরণ কর, কৈশর ও যৌবনকে ভুলে যেওনা
এই ধরণীতে কারও অবদানকে ছোট করে দেখ না
তুমি তো নির্ভর ছিলে তাই নয় কি!
তোমার যোগ্যতা, দক্ষতা বলে অথবা কারও সহয়তায়
পরিবার, সমাজ, রাষ্ট্র সব ছাড়িয়ে
অনেক অনেক বড় হয়েছো, বে-মাপে তোমার স্থান
তুমি কিভাবে আয় রোজগার কর, তাতো পরিবারের কারও জানার কথা নয়
সৎ পথের পাথেয় হারিয়ে -হায়রে মূর্খ কিভাবে করেছো আয়
আর কোথায় বা কারে, কেনই বা করেছে দান
কিসের গর্ব, কিসের অহংকার, পাপ-পূর্ণ সবই তো তোমার
তুমি কি স্বরণ রেখেছো তোমার অতীতকে!
ধরণীতে আগমনী বার্তা কে দিয়েছিলো তোমাকে
তুমি কি ভুলে বসে আছো তাদেরকে
কোথায় তোমার শ্রদ্ধা, কিসেরই বা সম্মান?
তারা কি চেয়েছিলো তোমার কাছে, পৃথিবী অবাক হয়ে তাকিয়ে আছে
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেরই হবে পৃথিবীতে আগমন ও প্রস্থান
শুধুই থাকবে সত্য, সৎ পথের আয় , দান-অবদান।