স্লোভেনিয়া এই প্রথমবার নোভেল করোনাভাইরাসে আক্রান্ত কোনও ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত পৌনে এগারোটায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্যটি নিশ্চিত করেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী অ্যালেস সাবেদার।
আক্রান্ত ব্যক্তির নাম ও পরিচয় গোপন রাখা হয়েছে এবং তাকেও বাহিরের জগত থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন রাখা হয়েছে। এছাড়াও স্লোভেনিয়াতে করোনা ভাইরাস সন্দেহে আরও একজনকে নজরবন্দি রাখা হয়েছে। আক্রান্ত ব্যক্তি কয়েক দিন পূর্বে মরোক্কো ভ্রমণ করেছিলেন, তাই ধারণা করা হচ্ছে মরোক্কো অথবা মরোক্কো থেকে ইতালি হয়ে স্লোভেনিয়া ফেরার পথে তিনি এ ভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন