চট্টগ্রাম: নগরের চকবাজারের সড়ক ও ফুটপাত দখল করে বসানো দেড় শতাধিক দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস এ অভিযানে নেতৃত্ব দেন।

চসিকের জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, চকবাজার কাঁচাবাজার এলাকা ও কেবি আমান আলী সড়কের ফুলতলী মোড় পর্যন্ত সড়ক ও ফুটপাতে অবৈধভাবে দখল করে বসা  দেড় শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করে রাস্তার অংশ ও ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এ সময় সড়ক ও ফুটপাতে ফেলে যাওয়া সবজি জব্দ করে নগরের বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযানকালে চসিকরে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী, চকবাজার থানা পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও ৩০ আনসার ব্যাটালিয়ানের সদস্যরা ম্যাজিস্ট্রেটদ্বয়কে  সহায়তা দেন।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা,  ফেব্রুয়ারি ১৩, ২০২০
এআর/টিসি