দর্পণ ডেস্ক : সড়ক দুর্ঘটনার কবলে কলকাতার নায়িকা ও পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ভোরে বাঁকুড়া থেকে কলকাতায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। বৃহস্পতিবার ভোরে বাঁকুড়া থেকে ফিরছিলেন তিনি। পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায় তার গাড়িতে ধাক্কা দেয় লরি। এতেই চোট পান অভিনেত্রী। ক্ষতিগ্রস্ত হয়েছে তার গাড়িটিও। হাতে চোট পেয়েছেন সায়ন্তিকা। গাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে। সায়ন্তিকার গাড়িতে ধাক্কা দেয় ১২ চাকার একটি লরি। ঘাতক ট্রাকচালককে আটক করেছে কাঁকসা থানার পুলিশ। গত বিধানসভা ভোটে বাঁকুড়া থেকে লড়েছিলেন সায়ন্তিকা, অল্প ব্যবধানে হেরে গেলেও গত কয়েক মাস ধরে বাঁকুড়ার মানুষের সব অভাব-অভিযোগ পূরণে বরাবর এগিয়ে থেকেছেন সায়ন্তিকা।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.