শনিবার ২ জুলাই হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছান মুশি। বিষয়টি তার ফেসবুকে একটি বার্তার মাধ্যমে জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
গত ১ জুলাই মুশফিক সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করেন। পবিত্র হজ পালনের প্রধান শর্ত, ইহরাম বাধা অবস্থায় ছবি প্রকাশ করেন তিনি। এর আগে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক ওমরাহ পালন করলেও হজ পালন করছেন এবারই প্রথম।
এই হজ পালনের জন্য উইন্ডিজ যাত্রায় যোগ দেননি তিনি। তাকে ছাড়া অবশ্য দলের পরিস্থিতি খুব একটা ভালো নয়। দুই টেস্টের সিরিজ, আর প্রথম টি-২০তে এর ছাপ পড়েছে বেশ ভালোই। দল ব্যাটিং ব্যর্থতার মধ্য দিয়েই পার করছে সময়।
হজের জন্য দেশ ছাড়ার আগে অবশ্য ব্যস্ত সময় পার করেছেন মুশি। ব্যক্তিগত কাজ ও ফিটনেস নিয়ে ব্যস্ত সময় পার করেছেন তিনি।
এছাড়াও মেটলাইফ ইনসুরেন্স কোম্পানি আর নগদ ইসলামিকের বিজ্ঞাপনে শ্যুটিং করছেন মুশি। বিজ্ঞাপন দুটি ঈদের আগেই টিভিতে সম্প্রচার হবে বলে জানা গেছে।