ফাইল ফটো

শনিবার রাত ৯টার দিকে জেলার শাহজিবাজার এলাকায় পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ অভিযান চালালে ডাকাতদল তাদের ওপর হামলা করে। এতে ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যান।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, ডাকাতদলের পালিয়ে যাওয়া সদস্যদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হবে।