অনলাইন ডেস্ক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নসরতপুরে সিএনজি শ্রমিক ও পুলিশের মাঝে সংঘর্ষে পুলিশসহ অন্তত অর্ধশত আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা-সিলেটে মহাসড়কে সিএনজি চলাচল করলে বন্ধ রাখার নির্দেশ দেয় পুলিশ। এর প্রতিবাদে শুক্রবার সিএনজি সংগঠনের শ্রমিকরা ব্যানার-ফেস্টুন নিয়ে মহাসড়কে আন্দোলনে নামে। এ সময় পুলিশ তাদেরকে সরিয়ে দিতে চাইলে দু’পক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ২০ পুলিশ সদস্যসহ অর্ধশত আহত হয়েছেন।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, হাইকোর্টের নির্দেশ অমান্য করে মহাসড়কে সিএনজি অটোরিক্সা চলাচল করলে বৃহস্পতিবার ৫টি গাড়ি আটক করে পুলিশ। পরে সিএনজি শ্রমিক ও মালিকদের পক্ষ থেকে সিএনজিগুলো ছেড়ে দেওয়ার জন্য দাবি করা হয়। পুলিশ সিএনজি ছেড়ে না দেওয়ায় শুক্রবার সকালে শ্রমিকরা নসরতপুর মোড়ে মহাসড়কে অবরোধ করলে পুলিশ বারন করে। এর জের ধরে শ্রমিকরা পুলিশের উপর হামলা করে। এ সময় বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছে।