অনলাইন ডেস্ক: ফাইনালে ওঠার পর বাংলাদেশের খেলোয়াড়দের উল্লাসটানা দ্বিতীয় জয়ের সুবাদে ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল। রবিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশ সহজেই ৮ উইকেটে হারিয়েছে নেপালকে। প্রথম ম্যাচে লাল-সবুজের দল ৬ উইকেটে জিতেছিল স্বাগতিক ভারতের বিপক্ষে।
সোমবার ভারত-নেপাল ম্যাচের বিজয়ী দল ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে। ফাইনাল হবে মঙ্গলবার।
মুম্বাইয়ের গান্ধী পার্কে বৃষ্টির কারণে ১০ ওভারে নেমে আসা ম্যাচে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ৭৮ রান করেছে নেপাল। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেছেন দিগাম। বিপুল অপরাজিত ছিলেন ১৯ রানে।
ম্যাচের সেরা খেলোয়াড় মিঠু বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন মোর্শেদ ও স্বপন।
জবাবে ৭ ওভারেই দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে বাংলাদেশ। ৪৪ রানে অপরাজিত থেকে দলের জয়ে বড় অবদান রাখা মিঠুর হাতে উঠেছে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার। দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ১৬ রান এসেছে সাজ্জাদের ব্যাট থেকে।