ছবি: অন্তর্জাল (প্রতীকী)

আমি তোমাকে ভুলতে পারি না। এর কারণ এই নয় যে, আমার স্মৃতিশক্তি খুবই শক্তিশালী। কারণ হলো, আমার এমন একটা হৃদয় আছে, যেখানে একবারও কেউ বসতি স্থাপন করলে তাকে সে কখনোই অস্বীকার করে না।