দর্পণ ডেস্ক : বাংলাদেশ ভারতের কাছে দ্বিতীয় ও শেষ টেস্টেও হেরে গেছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের দেয়া ১৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে রোববার ৭৪ রানেই ৭ উইকেট হারিয়েছিল ভারত। সেখান থেকে অবিচ্ছিন্ন ৭১ রানের জুটি গড়ে টাইগারদের বিপক্ষে জয় তুলে নিয়েছেন শ্রেয়াস আয়ার ও রবিচন্দ্রন অশ্বিন। ব্যাট হাতে আয়ারের চেয়েও বেশি আলো ছড়িয়েছেন অলরাউন্ডার অশ্বিন।
৬২ বলে ৪২ রানের হার না-মানা ইনিংস খেলেন তিনি। আয়ার অপরাজিত থাকেন ২৯ রানে। এর আগে, টেস্টের পঞ্চম ও শেষ দিনে ৪ উইকেটে ৪৫ রান নিয়ে ব্যাটিংয়ে নামে ভারত। শুরুতেই বল হাতে বাংলাদেশকে সাফল্য এনে দেন অধিনায়ক সাকিব আল হাসান। আগের দিনের অপরাজিত থাকা ‘নাইটওয়াচ ম্যান’ জয়দেব উনাদকাটকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন বাংলাদেশ অধিনায়ক। দলীয় সংগ্রহ তখন ৫৬।
উনাদকাটের বিদায়ের পর উইকেটে আসেন ঋষভ পন্থ। এই মারকুটে উইকেটরক্ষক-ব্যাটারও টিকতে পারেননি বেশিক্ষণ। ৯ রান করে মেহেদী হাসান মিরাজের বলে এলবিডাব্লিউয়ের শিকার হন তিনি। এরপর ৩৪ রান করা অক্ষর প্যাটেলকে বোল্ড করে দিয়ে টেস্টে নবমবারের মতো পাঁচ উইকেট শিকার করেন মিরাজ। উল্লেখ্য, চট্টগ্রামে দুই দলের মধ্যকার প্রথম টেস্টে ১৮৮ রানে জয় পেয়েছিল ভারত। আজকের জয়ের ফলে বাংলাদেশকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল সফরকারীরা। ম্যাচসেরা হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। আর সিরিজসেরার পুরস্কার উঠেছে চেতেশ্বর পুজারার হাতে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.