ছবি: সংগৃহীত

আপাতত প্রতি সোম, বুধ ও শুক্রবার শিলিগুড়ি থেকে ছেড়ে যাবে বাস। আর কাঠমান্ডু থেকে ছেড়ে আসবে প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার।

এদিন শিলিগুড়িতে বাস পরিষেবার উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, আগামী দিনে ফুলবাড়ি সীমান্ত দিয়ে শিলিগুড়ি-ঢাকা বাস পরিষেবা শুরু হবে। কাঠমান্ডুর সঙ্গে বাস পরিষেবা শুরু হওয়ায় পর্যটনের প্রসার ঘটবে বলে মনে করছেন ব্যবসায়ীরাও।

প্রথমদিনই এই বাসে যাত্রী সংখ্যাও ছিল সন্তোষজনক। গৌতম ভট্টাচার্য নামে এক পর্যটক বলেন, আমরা অপেক্ষায় ছিলাম এই বাসের জন্য। পরিষেবা শুরু হচ্ছে, এটা জানার সঙ্গে সঙ্গে টিকিট বুক করেছি।

নেপালের বাসিন্দা বিকাশ মাঝি বলেন, কর্মসূত্রে কলকাতায় থাকি। বাড়ি ফিরতে হলে অনেক ধকল সামলাতে হতো। তবে এবার থেকে অনেকটাই সুরাহা মিলবে বলে মনে হয়।

এতদিন স্থলপথে শিলিগুড়ি থেকে কাঠমান্ডু যেতে সীমান্তে গাড়ি বদল করতে হত। যার ফলে সময় ও অর্থ ব্যয় হত প্রচুর। এই পরিষেবা শুরু হওয়ায় খুশি যাত্রীরা। উত্তরবঙ্গ তো বটেই, দক্ষিণবঙ্গ থেকেও এই বাসের মাধ্যমে কাঠমান্ডু যাতায়াত সুগম হবে বলে দাবি যাত্রীদের।