দর্পণ ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর দেশের অভ্যন্তরীণ রুটে আবারও ফ্লাইট চালু হতে যাচ্ছে। আগামী ১ জুন থেকে ফ্লাইট চালু হবে।
বৃহস্পতিবার (আজ) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান গণমাধ্যমকে জানান, ‘প্রাথমিকভাবে শুধু ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলবে। সৈয়দপুর বিমানবন্দরেও ফ্লাইট চলাচল চালুর চিন্তা-ভাবনা চলছে।’
উল্লেখ্য, গত ২১ মার্চ থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। করোনার প্রাদুর্ভাব না কমায় কয়েক দফা এ নিষেধাজ্ঞা বৃদ্ধি করা হয়।