দর্পণ ডেস্ক : জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সোমবার দৃঢ়ভাবে আশা প্রকাশ করেছেন যে ইউক্রেন যুদ্ধ ২০২৩ সালে শেষ হবে। এছাড়া বিক্ষোভকারীদের ওপর ইরান সরকারের দমন-পীড়নের নিন্দা করে সব দেশকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছেন।
বছরের শেষের দিকে একটি বড় সংবাদ সম্মেলনে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ইউক্রেনে যুদ্ধের অবসান ঘটাতে খুব দ্রুত আলোচনার কোনো সম্ভাবনা দেখছেন না। এর ফলে ক্রমবর্ধমান সামরিক সংঘাত অব্যাহত থাকবে বলে তিনি ধারণা করছেন। তবে তিনি ২০২৩ সালের শেষ নাগাদ এই যুদ্ধ থামবে বলে তিনি দৃঢ়ভাবে আশা করেন। এই যুদ্ধ বন্ধ করতে সব ধরনের পদক্ষে নেয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
এ সময় গুতেরেস জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় করা ইউক্রেন-রাশিয়া শস্যচুক্তির কথাও উল্লেখ করেন। তিনি মনে করেন, এই চুক্তি শস্য ও সার রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই চুক্তির কারণে ইউক্রেনের তিন বন্দর দিয়ে এখন পর্যন্ত ১৪ মিলিয়ন মেট্রিক টন খাদ্যশস্য বিদেশে গেছে বলেও জানান জাতিসংঘ মহাসচিব। সূত্র : এবিসি নিউজ

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.