দর্পণ ডেস্ক : শেষ মুহূর্তে প্রিয় গুরু স্যার অ্যালেক্স ফার্গুসনের অনুরোধেই রেড ডেভিলদের জার্সি গায়ে জড়ান পর্তুগিজ সুপারস্টার। গত শুক্রবারই রোনালদোর জুভেন্টাস থেকে ম্যানইউতে যোগ দেয়ার ঘোষণা আসে। তখনও স্বাক্ষরিত হয়নি চুক্তি। এবার অবশিষ্ট কাজটুকুও সম্পন্ন করলো ম্যানইউ। রোনালদোকে দুই বছরের চুক্তিতে সই করিয়েছে প্রিমিয়ার লীগের ক্লাবটি।
মঙ্গলবার দুপুরে এক বিবৃতিতে রোনালদোর সঙ্গে চুক্তির বিষয়টি জানায় ম্যানচেস্টার ইউনাইটেড। বিবৃতিতে জানানো হয়, দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন রোনালদো। অর্থাৎ, আগামী ২০২৩ সাল পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডের হয়ে খেলবেন তিনি। সঙ্গে রয়েছে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ।
চুক্তি সইয়ের পর রোনালদো বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড এমন একটি ক্লাব যার জন্য সবসময়ই বিশেষ স্থান রয়েছে আমার মনে। শুক্রবারের ঘোষণার পর আমি অভিভূত হয়েছি। ওল্ড ট্রাফোর্ডে ভরা গ্যালারিতে আবারও খেলতে নামতে মুখিয়ে আছি আমি।’
আগামী সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক বিরতি। এ সময় বিশ্বকাপ বাছাইপর্বের তিনটি ম্যাচ খেলতে পর্তুগাল। জাতীয় দলের হয়ে খেলা শেষে ম্যানইউ’র হয়ে মাঠে নামবেন রোনালদো। তিনি বলেন, আন্তর্জাতিক ম্যাচগুলোর পর আমি দলের (ম্যানইউ) সঙ্গে যোগ দেবো। আশা করছি দারুণ একটা মৌসুম অপেক্ষা করছে আমাদের জন্য।
রোনালদোকে নিয়ে ম্যানইউ কোচ ওলে গানার সুলশার বলেন, শব্দ শেষ হয়ে যাবে তবুও রোনালদোকে নিয়ে বলা শেষ হবে না। সে শুধু মাত্র একজন ভালো খেলোয়াড়ই নন; বরং একজন ভালো মানুষও। তার লম্বা সময় ধরে ছন্দ নিয়ে খেলার জন্য আপনাকে বিশেষ কেউ হতে হবে। নিঃসন্দেহে তার পারফরম্যান্স আমাদের অভিভূত করবে। একই সঙ্গে তার অভিজ্ঞতা তরুণ খেলোয়াড়দের জন্য ভালো হবে। রোনালদোর প্রত্যাবর্তন আমাদের ক্লাবের জন্য দারুণ। ঘরের ছেলে ঘরে ফেরায় আমি আনন্দিত।
স্পোর্টিং লিসবনের হয়ে ক্লাব ক্যারিয়ার শুরু করেন রোনালদো। এরপর ২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমান। বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অরটিও ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাবটির হয়ে অর্জন করেন রোনালদো। এরপর ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন। সেখানে দীর্ঘ ৯ বছর খেলার পর ২০১৮ সালে যোগ দেন জুভেন্টাসে।