দর্পণ ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সালোনা। বুধবার দিবাগত রাতে বায়ার্নের বিপক্ষে ৩-০ গোলে হারের ফলে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিশ্চিত হয় কাতালান দলটির।
বার্সেলোনার সামনে সমীকরণ ছিল দুটি। হয় নিজেদের জিততে হবে, না হলে প্রার্থনা করতে হবে যেন বেনফিকা হেরে যায়। কিন্তু কোনো সমীকরণই পক্ষে আসেনি জাভির দলের। বেনফিকা জিতেছে নিজেদের ম্যাচে। তাই বার্সাকেও জিততে হতো। কিন্ত এমন ম্যাচে বার্সালোনা হেরে যায় বায়ার্ন মিউনিখের কাছে। ম্যাচে ৩-০ গোলে পরাজিত হয় বার্সা।
ম্যাচের প্রথম গোলটি আসে ৩৪তম মিনিটে, লেভানদোস্কিার পাসে গোল করেন টমাস মুলার। ৪৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লরিও সানে। ৬৩তম মিনিটে বায়ার্নের হয়ে তৃতীয় গোলটি করেন মুসিয়ালা।
এই পরাজয়ের ফলে গ্রুপে তৃতীয় স্থানে থেকে চ্যাম্পিয়নস লিগের এবারের আসর শেষ করল বার্সা। আর তৃতীয় হওয়াতে তারা সুযোগ পাচ্ছে উয়েফা ইউরোপা লিগে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.