অনলাইন ডেস্ক : আগামী ৫ আগস্ট রোববার থেকে শুরু হবে ঈদযাত্রার বাসের আগাম টিকিট। ওই দিন থেকে দূরপাল্লার বাসের টিকিট পাওয়া যাবে। ৫ আগস্ট থেকেই যে কোনো দিনের টিকিট কেনা যাবে।

মঙ্গলবার সায়দাবাদে বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সভায় এ সিদ্ধান্ত হয়।

অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও সোহাগ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ফারুক তালুকদার সোহেল জানিয়েছেন, ৫ আগস্ট রোববার সকাল ৮টা থেকে দূরপাল্লার বাসের টিকিটি বিক্রি শুরু হবে। বাস কাউন্টারগুলো থেকে সরকার নির্ধারিত ভাড়ায় টিকিট দেওয়া হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ আগস্ট বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ২০ আগস্ট থেকে শুরু হবে ঈদের ছুটি। ২০ ও ২১ আগস্টের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি থাকবে বলে ধারণা করা হচ্ছে। মালিকরা জানিয়েছেন, যতক্ষণ মজুদ থাকবে ততক্ষণ টিকিট বিক্রি করা হবে।

আগামী ৮ আগস্ট থেকে ট্রেনের ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু হবে। প্রথম দিনে বিক্রি করা হবে ১৭ আগস্টের টিকিট। ১২ আগস্ট পর্যন্ত চলবে ট্রেনের আগাম টিকিট বিক্রি।