গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ৩য় শ্রেনীর শিশু
শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইসতিয়াক গাজী (৪২) নামের এক যুবককে
আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে পৌরশহরের মাদ্রাসা রোড এলাকায় এ ঘটনা
ঘটে। এ ঘটনায় ভিকটিম শিশু’র মা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের
করেছে।
পুলিশ জানায়, পৌর শহরের ৯নং ওয়ার্ড মাদ্রাসা রোড এলাকায় শনিবার দুপুর
১:১৫ মিনিটের দিকে শিশুটির পরিবারের কেউ বাসায় না থাকার সুযোগে ভাড়াটে
ইসতিয়াক শিশুটিকে কৌশলে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। এসময়
শিশুটির চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধার করে। ভিকটিম
শিশুটি শহরের দারুল এহসান মডেল মাদ্রাসার ৩য় শ্রেনীর শিক্ষার্থী। এবং
অভিযুক্ত ইসতিয়াক’র বাড়ী উপজেলার মধ্য টিয়াখালী গ্রামে। তার পিতার নাম
মৃত মস্তফা গাজী।
কলাপাড়া থানার ওসি তদন্ত মো: আসাদুর রহমান বলেন, ’এ ঘটনায় ইসতিয়াক’র
বিরুদ্ধে থানায় নারী, শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়েছে। ’