নিজস্ব প্রতিবেদক

বুড়িগঙ্গার তীরঘেঁষে গড়ে ওঠা যানজটের নগর ঢাকা ক্রমে সম্প্রসারিত হয়েছে উত্তরে। চলে গেছে গাজীপুরের টঙ্গীঘেঁষা উত্তরায়।

ফলে ২০ কিলোমিটার দূরত্বের উত্তরা থেকে মতিঝিল রুটে যাতায়াতে কর্মব্যস্ত দিনে লেগে যেত দুই থেকে আড়াই ঘণ্টা। তবে এই দুর্ভোগের দিন শেষ হয়ে আসছে। যানজটের নগরে জাদুর মেট্রোরেল এ পথ পার করে দেবে মাত্র ৩১ মিনিটে।

ঢাকাকে যানজটমুক্ত করতে গত বছরের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন করা হয়। সে সময় মেট্রোরেলের উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তার দশ মাস পরে এসে আজ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধন করা হচ্ছে। এর মধ্য দিয়ে পূর্ণতা পাচ্ছে ঢাকা মেট্রোরেল। আধুনিক এ গণপরিবহন আগামীকাল রোববার (৫ নভেম্বর) থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।