ছবি: সংগৃহীত

মঙ্গলবার (১৪ জুন) রাতে এ ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের বারমেরে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই দৃশ্য।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, রাতে একটি বোলেরো গাড়িতে এসেছিল পাঁচ দুষ্কৃতী। সকলেরই মুখ ঢাকা ছিল। ঝটপট এটিএম কিয়স্কের শাটার ভাঙে। কিয়স্কের ভিতরে ঢুকেই আগে এটিএম-কে শিকল দিয়ে বাঁধে। আর শিকলের অন্য প্রান্ত গাড়ির সঙ্গে বেঁধে দিয়েছিল। তার পর গাড়ি চালু করে এটিএম-কে উপড়ে ফেলে। গোটা কাজটি করতে তারা সময় নিয়েছিল মাত্র ১২ মিনিট।

পুলিশ জানিয়েছে, এটিএমের ভিতর ৩৮ লক্ষ টাকা ছিল।

আরো পড়ুন>> 

বুধবার সকালে এটিএমের শাটার ভাঙা দেখেই নিরাপত্তারক্ষী পুলিশে খবর দেন। পুলিশ এসে দেখে গোটা মেশিনটাই উধাও হয়ে গিয়েছে। এর পরই তারা কিয়স্কের ভিতরে থাকা সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেন। সেই ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে।

সূত্র: আনন্দবাজার