দর্পণ ডেস্ক : রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স এ বছরের নোবেল অর্থনীতি পুরস্কারের বিজয়ী হিসেবে ঘোষণা করেছে অর্থনীতিবিদ বেন এস. বার্নাকে, অর্থনীতিবিদ ডগলাস ডব্লিউ ডায়মন্ড এবং ফিলিপ এইচ ডিগভিগকে। বাংলাদেশ সময় সোমবার বিকেল পৌনে ৪টায় সুইডেনের রাজধানী স্টকহোমে তাদের নাম ঘোষণা করা হয়।
ব্যাংক ও অর্থনৈতিক সংকট নিয়ে গবেষণা করায় এ বছর তাদের মনোনীত করা হয়েছে বলে জানানো হয়েছে। পুরস্কার হিসেবে এক কোটি সুইডিশ ক্রোনার পাবেন তারা, যা আগামী ১০ ডিসেম্বর হস্তান্তর করার কথা রয়েছে।
এ বছরের বিজয়ীদের গবেষণা অর্থনৈতিক বিজ্ঞানে সমাজের জন্য গুরুতর পরিণতির সঙ্গে দীর্ঘমেয়াদি বিষন্নতায় পরিণত হওয়ার ঝুঁকি হ্রাস করবে। এটি আমাদের সকলের জন্য অনেক উপকারী। গত ৩ অক্টোবর থেকে শুরু হয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে ২০২২ সালের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা। সোমবার অর্থনীতিতে বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে এ কার্যক্রম শেষ হলো।
সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের সম্মানে এই পুরস্কারের পুরো নাম রাখা হয় ‘আলফ্রেড নোবেল স্মৃতি রক্ষার্থে অর্থনীতিতে ভেরিজ রিক্সব্যাংক পুরস্কার। ’
১৯০১ সালে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। পরে ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক ভেরিজ রিক্সব্যাংক অর্থনীতিতে পুরস্কার প্রবর্তন করে। পরের বছর থেকে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়া শুরু করে। গত বছরও অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন ৩ জন।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.