এর আগে, বুধবার সন্ধ্যা ৭টায় ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। তবে ট্রেনে কোরবানির পশু পরিবহনে খরচ কমার পাশাপাশি এড়ানো যাবে ভোগান্তিও। এছাড়া এই পরিবহনে দুর্ঘটনার ঝুঁকিও কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
আরো পড়ুন>
স্টেশন মাস্টার শাহীন মিয়া জানান, বুধবার সন্ধ্যায় ক্যাটল স্পেশালের প্রথম ট্রেন ঢাকায় গিয়েছে। এমন পরিবহন ব্যবস্থা চালু রাখার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।
তিনি আরো জানান, রাজধানী ঢাকা থেকে ক্যাটল স্পেশালের ফিরতি ট্রেনের জন্য যাত্রীদের আবেদন করতে হবে। পরে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। তবে জামালপুরের ইসলামপুর থেকে ক্যাটল স্পেশালের দ্বিতীয় ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে একই দিন রাত ১০টায় ছেড়ে গেছেন।