রাজধানী ঢাকায় শনিবার থেকে চার দিনব্যাপী ইরানি চলচ্চিত্র উৎসব শুরু হতে যাচ্ছে। ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে এই চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় শনিবার বিকাল ৪টায় এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রদর্শনী শুরু হবে। চলবে আগামী ৬ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত।

আয়োজক সূত্রে জানা যায়, উদ্বোধনী অনুষ্ঠানে একটি চলচ্চিত্র দেখানো হলেও ৪ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে ১টা এবং বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত দুটি করে চলচ্চিত্র প্রদর্শিত হবে। এই চলচ্চিত্র দেখার জন্য কোনো টিকিটের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন আয়োজকরা।

এদিকে ৯ নভেম্বর থেকে দেশের ৩টি বিভাগীয় শহরে ইরানি চলচ্চিত্র প্রদর্শনী শুরু হতে যাচ্ছে। চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে পাঁচ দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। ১৩ নভেম্বর পর্যন্ত এই প্রদর্শনী চলবে।