শনিবার বেলায়েত শেখ গণমাধ্যমকে বলেন, আগামীকাল সকাল ৯টায় প্রথম শিফটে আমার পরীক্ষা। আমি জাহাঙ্গীরনগরে সাংবাদিকতা বিভাগে পড়তে চাই আমি। তাই সুযোগ পেলে এখানে আমি ভর্তি হবো।
সাংবাদিকতায় পড়ার আগ্রহের বিষয়ে তিনি বলেন, আমি ৮ বছর ধরে দৈনিক করতোয়া পত্রিকার শ্রীপুর প্রতিনিধি হিসেবে কাজ করছি। এ জন্য সুযোগ পেলে সাংবাদিকতা বিভাগে পড়তে চাই। সাংবাদিকতার একাডেমিক জ্ঞান নিতে চাই।
এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পাননি। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে ফলাফলের অপেক্ষায় রয়েছেন বেলায়েত।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বেলায়েত শেখের বাড়ি। দুই ছেলে ও এক মেয়ের জনক তিনি। ১৯৮৩ সালে তিনি এসএসসি পরীক্ষার্থী ছিলেন। সে সময় বাবা গুরুতর অসুস্থ হয়ে যাওয়ায় সংসারের হাল ধরতে হয়েছে তাকে। পরে আর শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারেননি। ২০১৭ সালে ৫০ বছর বয়সে ভর্তি হন নবম শ্রেণিতে। এ বছর ঢাকা মহানগর কারিগরি কলেজ থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি-ভোকেশনাল) জিপিএ ৪.৪৩ নিয়ে পাস করেন।