মুজিববর্ষ উপলক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারি শনিবার হাসপাতালের স্থানীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ক্যাথল্যাব উদ্বোধন করবেন।
সংশ্লিষ্টরা জানান, মেডিকেল, ইন্টারভেনশন ও সার্জারি ধরনের সেবা মিলবে এই ক্যাথল্যাব থেকে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম এ বারী জানান, কার্ডিয়াক ক্যাথল্যাব চালু হলে এনজিওগ্রাম পরীক্ষার পর রোগীদের নামমাত্র ফি দিয়ে রিং পড়ানো, পেস-মেকার স্থাপন, হার্টের ভাল্ব রি-পেয়ারিংসহ প্রয়োজনে বাইপাস সার্জারি করা যাবে।
ক্যাথল্যাব চালু করতে এরই মধ্যে ১০ বেডের একটি ওয়ার্ডসহ সব আয়োজন ও প্রস্তুুতি সম্পন্ন করা হয়েছে।
বিএমএ, ময়মনসিংহ শাখার সভাপতি অধ্যাপক ডা. মতিউর রহমান ভূঁইয়া জানান, মুজিব বর্ষ উপলক্ষে ময়মনসিংহবাসীর জন্য এটি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাছির উদ্দিন আহমদ জানান, হাসপাতালে ওয়ান স্টপ সার্ভিস ও কিডনি রোগীদের ডায়ালাইসিস সুবিধা চালুর পর ক্যাথল্যাব চিকিৎসা সেবার সুবিধা চালু ময়মনসিংহ বিভাগ ও এর আশপাশের রোগীদের ভোগান্তি অনেকটাই কমিয়ে আনবে।
তিনি আরো বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগীদের বিনামূল্যে শতভাগ ওষুধ সরবরাহসহ এসব সুবিধা সরকারের রোগীবান্ধব চরিত্রকে দৃশ্যমান করে তুলছে। এজন্য তিনি সরকারের প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও সচিবসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন।
হাসপাতাল সূত্র জানায়, নতুন হাসপাতাল ভবনের ৪র্থ তলার হৃদরোগ বিভাগে চালু হচ্ছে এই ক্যাথ ল্যাব। এরইমধ্যে কার্ডিয়াক ক্যাথল্যাব স্থাপনসহ পাশে একটি ১০ বেডের পোস্ট ক্যাথল্যাব ওয়ার্ড খোলা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রশিক্ষিত নার্সদের জন্য রাখা হয়েছে আলাদা কর্নার।
করোনারি কেয়ার ইউনিট-সিসিইউ এবং হৃদরোগ বিভাগের আলাদা ইউনিট ও ওয়ার্ডের পাশে একই ফ্লোরে বসানো হয়েছে এই ক্যাথল্যাব। দশটি বিছানার ক্যাথল্যাব ওয়ার্ডের প্রতিটি বিছানার পাশেই রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির মনিটরসহ এনজিওগ্রাম করার পর রোগীদের প্রয়োজনীয় সাপোর্টের চিকিৎসা সরঞ্জামাদি।
হৃদরোগের সমস্যা নিয়ে রোগীদের ক্যাথল্যাবে এনজিওগ্রাম করার পর হার্টের ব্লক কিংবা ছিদ্র ধরা পড়লে প্রয়োজনে রিং পড়ানো, পেস মেকার স্থাপন কিংবা বাইপাস হার্ট সার্জারি পর্যন্ত করার সুবিধা থাকছে হাসপাতালের এই ওয়ার্ডে।
পর্যাপ্ত কার্ডিওলজিস্ট ও নার্স টেকনেশিয়ান ছাড়াও এজন্য ইন্টারভেনশনিস্ট অধ্যাপক ডা. আবুল হোসেনকে নিয়োগ দেয়া হয়েছে। আরো একজন ইন্টারভেনশনিস্ট নিয়োগের জন্য মন্ত্রণালয়ে পত্র দিয়েছে হাসপাতাল কর্র্তৃপক্ষ।
পুরোদমে ক্যাথল্যাব চালু হলে শিশুদের হার্টের জন্মগত সমস্যা, মোটা ও চিকন ভাল্বের সমস্যা সমাধানসহ পেস মেকার স্থাপন ও হার্টের বাইপাস সার্জারি করা সম্ভব হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, সরকার নির্ধারিত নামমাত্র ফি দিয়ে এসব চিকিৎসা সেবা দেয়া হবে রোগীদের। বিগত ১৯৬২ সালে প্রতিষ্ঠিত এক হাজার শয্যার রেফারেল চরিত্রের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগেই প্রতিদিন গড়ে ভর্তি থাকছে তিন শ রোগী।
বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাছির উদ্দিন আহমদের মেয়াদেই হাসপাতালের জরুরি বিভাগে চালু করা হয় বহুল প্রত্যাশিত ওয়ান স্টপ সার্ভিস। হাসপাতালে নামমাত্র ফিতে চালু করা হয় ব্যয়বহুল কিডনি ডায়ালাইসিস চিকিৎসা সেবা কার্যক্রম।
সর্বশেষ সব জল্পনা কল্পনা আর শঙ্কাকে পাশ কেটে চালু করা হচ্ছে কার্ডিয়াক ক্যাথল্যাব চিকিৎসা সেবা। হাসপাতালের হৃদরোগ বিভাগের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন কিশোরগঞ্জের আব্দুল বারেক জানান, হৃদরোগে আক্রান্তদের এখন থেকে আর ঢাকায় যেতে হবে না।
একই ওয়ার্ডের হার্টের রোগী বিমলের স্বজন মিনতি রানী এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।