অনলাইন ডেস্ক :
টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের দেয়া ১৭২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ক্যারিবীয়রা স্কোরবোর্ডে ৫৮ রান তুলতেই হারিয়ে ফেলেছে ৪ উইকেট। টাইগার পেসারমোস্তাফিজুর রহমান নিয়েছেন ২ উইকেট। বাকি ২ উইকেট সাকিব আল হাসান আর রুবেল হোসেনের শিকার। এখন পর্যন্ত ৯ ওভার শেষে ৪ উইকেটে ৬৫ রান করেছে স্বাগতিকরা।
৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল ও সাকিব আল হাসানের দৃঢ়তায় লড়াকু সংগ্রহ পেয়েছে সফরকারীরা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রান করেছে তারা।
রবিবার ফ্লোরিডার লডারহিলে টস ভাগ্যে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট। দলের পক্ষে তামিম ইকবাল ৪৪ বলে ৬ চারের বিপরীতে ৪ ছক্কায় ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলেন।টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তামিমেরর ৬ষ্ঠ ফিফটি।
তামিমেম পর ব্যাট হাতে তাণ্ডব চালান সাকিব। ৩৮ বলে ৬০ রানের টর্নেডো ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ৯ চার ও ১ ছক্কার মার। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৭ম ফিফটি। ইনিংসের ৩ বল বাকি থাকতে কিমো পলের বলে মারতে গিয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক।