ঘটনা সত্য। মঙ্গলবার প্যারিসের নিলামকারী প্রতিষ্ঠান আগুটস অকশন হাউসের এক নিলামের আয়োজনে বিস্ময়কর ঘটনাটি ঘটে।
১৫টি ইংরেজি অক্ষরের দুই শব্দের এসএমএস বা মেসেজ ‘মেরি ক্রিসমাস’। বিক্রি হলো ১ কোটি ৩ লাখ ৮০ হাজার টাকায়!
এমন খবরে বিস্ময় ধরে রাখা দায়! এসএমএস তথা মোবাইল ফোনের ক্ষুদে বার্তাও বিক্রি হয়? তাও আবার কোটি টাকার বেশি দামে?
ঘটনার অনুসন্ধানে জানা যায়, এটি বিশ্বের প্রথম এসএমএস। ১৯৯২ সালের ৩ ডিসেম্বর অর্থাৎ ২৯ বছর আগে পাঠানো হয়েছিল এটি। এই এসএমএস বা মেসেজটিকে অসাধারণের কাতারে ফেলা যায়। তাই ক্ষুদে বার্তাটির এতো কদর।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ১৯৯২ সালের বড়দিনকে সামনে রেখে যুক্তরাজ্যের টেলিকম প্রতিষ্ঠান ভোডাফোনের ব্যবস্থাপক রিচার্ড জারভিসকে এ বার্তা পাঠিয়েছিলেন প্রকৌশলী ২২ বছরের নিল প্যাপওয়ার্থ। আর সেই বার্তাই মঙ্গলবার ১ লাখ ২১ হাজার মার্কিন ডলারে ‘নন-ফাঞ্জিবল টোকেন’ বা এনএফটি হিসেবে বিক্রি হয়েছে।
আগুটস অকশন হাউসের উন্নয়ন প্রধান ম্যাক্সিমিলিয়েন আগুতেস বলেন, বিশ্বের প্রথম এসএমএস বিক্রি থেকে পাওয়া অর্থ জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরে দেওয়া হবে।