দিবাকর সরকার, কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে তিন বছরের শিশু আব্দুল্লাহ মারা গেছে। উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধূপাড়া গ্রামে বিয়োগান্তক ঘটনাটি ঘটেছে। নিহত শিশুর বাবা মো.রফিক হাওলাদার। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শিশু আব্দুল্লাহকে দেখতে না পেয়ে আশেপাশে অনেক খোঁজা খুঁজির পর না পেয়ে পুকুর থেকে অচেতন অবস্থায় আবদুল্লাহকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মো. রেফায়েত হোসেন শিশুটিকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় শিশুটির এলাকায় শোকের ছায়া নেমে আসে।