লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে শিক্ষার মান উন্নয়নে ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক এক সেমিনার লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শনিবার লালপুর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য, লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, সংসদ সদস্যের পতœী উম্মে তৌহিদা আক্তার বানু এবং আব্দুলপুর সরকারী কলেজের প্রভাষক উম্মে নিগার রেশমা। এতে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি একশ’ ১২টি বিদ্যালয়ের ছয় শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশ নেন। সেমিনারে প্রধান অতিথি শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের ভূমিকা রাখার আহবান জানান।