ডেস্ক নিউজঃ প্রশাসনে সাতজন উপসচিবের দপ্তর বদল করা হয়েছে। বুধবার (৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ওএসডি উপসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খানকে মহাব্যবস্থাপক হিসাবে জীবন বীমা করপোরেশনে, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল মমিন খানকে সচিব হিসাবে ইসলামী ফাউন্ডেশনে, সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেনকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. হেলালুজ্জামান সরকারকে পরিচালক হিসাবে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে বদলি করা হয়েছে।
অন্যদিকে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের পরিচালক মুহাম্মদ আসাদুজ্জামানকে পরিচালক হিসাবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে, পরিকল্পনা বিভাগে সংযুক্ত আবু সালেহ মোহাম্মদ ওবায়েদুল্লাহকে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার হিসাবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে এবং বেজার ম্যানেজার বিনিতা রানীকে উপসচিব হিসাবে কৃষি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।






