অনলাইন ডেস্ক : হলিউডের #MeToo-র প্রভাব দেশের চলচ্চিত্র জগতে বেশ ভালই পড়েছে। একে একে নিজেদের হেনস্তার কথা প্রকাশ্যে আনছেন অভিনেত্রীরা। কেবল বলিউড নয়, আঞ্চলিক ছবির অভিনেত্রীরাও প্রতিবাদ করতে পিছপা হচ্ছেন না। এবার প্রতিবাদে সরব হলেন জাতীয় পুরস্কারজয়ী মারাঠি অভিনেত্রী ঊষা যাদব। কাস্টিং কাউচ নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছে বিবিসি। নাম দেওয়া হয়েছে ‘বলিউড’স ডার্ক সিক্রেট’।
সেখানেই এই বিস্ফোরক তথ্য জানান ঊষা। ‘ট্রাফিক সিগন্যাল’, ‘বীরাপ্পন’-এর মতো বলিউড সিনেমায়ও অভিনয় করেছেন। মারাঠি ছবি ‘ধাগ’-এর জন্য পেয়েছেন জাতীয় পুরস্কার। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ঊষা জানান, এক প্রযোজকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। প্রযোজক তাকে বলে, অভিনেত্রী হতে গেলে অন্যরকম সাহায্য করতে হবে। প্রথমে বুঝতে পারেননি ঊষা। তিনি বলেন, তার কাছে টাকা নেই। তখন সেই প্রযোজক হাসতে হাসতেই কুপ্রস্তাব দেয়। বলেন, তার সঙ্গে তো বটেই প্রয়োজনে পরিচালকের সঙ্গেও এক বিছানায় যেতে হবে। এই পেশায় থাকতে গেলে যৌনতাকে ব্যবহার করতেই হবে। নতুন ছিলেন নায়িকা। প্রযোজক তার শরীরের আপত্তিকর জায়গায় স্পর্শ করতে শুরু করে। এমনকী তার পোশাকের ভিতরেও হাত ঢুকিয়ে দেয়। তখনই প্রতিবাদ করে ওঠেন ঊষা। থমকে গিয়ে প্রযোজক বলেছিল, এমন ব্যবহার হলে নাকি তিনি ইন্ডাস্ট্রিতে কাজ পাবেন না।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.