সাংবিধানিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার জন্য যা যা করা দরকার, তা করবেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

মঙ্গলবার বেলা ১১টায় নির্বাচন ভবনে এক আলোচনাসভায় সিইসি এ মন্তব্য করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা/জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক আলোচনাসভার আয়োজন করে ইসি।

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে নুরুল হুদা বলেন, সাংবিধানিক পদ্ধতিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যা যা করা প্রয়োজন, তা আমরা করব।

নির্বাচন পরিচালনার ক্ষেত্রে যেসব সমস্যা আছে, তা এ আলোচনাসভায় আলোচনার পরামর্শ দেন সিইসি।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের সময় পুরো জাতি একটি আবহ তৈরি করেন। কারণ এ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়। ভোটারদের নিরাপত্তা, প্রার্থীদের আচরণবিধি মেনে চলা, সুশীল সমাজের পরামর্শ গ্রহণ করা, অন্য অংশজনদের পরামর্শ গ্রহণ করা এবং আপনাদের বুদ্ধি-বিবেচনা কাজে লাগিয়ে প্রত্যাশিত নির্বাচনটি আপনারা জাতিকে উপহার দেবেন।