নাটোর প্রতিনিধি :
নাটোর সদরের দত্তপাড়ায় বৃহস্পতিবার রাতে আভ্যন্তরিন কোন্দলে হাসান খাঁ (৩০) নামে এক ওয়ার্ড যুবলীগ সভাপতি খুন হয়েছে। নিহত হাসান খাঁ সদরের দত্তপাড়া গ্রামের মোমিন খাঁয়ের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন থেকে স্থানীয় মেম্বার সেন্টুর সাথে ওয়ার্ড যুবলীগ সভাপতি হাসান খাঁর দ্বন্দ্ব চলছিল। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় মেম্বার সেন্টু, আওয়ামী লীগ কর্মী সালাহ উদ্দিন ও তাদের অনুসারী শাওন সজিব মিলে ধারালো অস্ত্র দিয়ে এক নং ওয়ার্ড যুবলীগ সভাপতি হাসান খাঁকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা দ্রুত তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যা ছয়টার দিকে পথেই তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপে উত্তেজনা চলছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নাটোর সদর থানার ওসি কাজী জালাল উদ্দীন আহম্মেদ জানান, হাসান আলীকে হত্যার ঘটনা শুনেছি । আইনশৃঙ্খলা রক্ষার্থে দত্তপাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । ঘটনার তদন্ত চলছে ।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.