ঘরে ঘরে পিঠাপুলি
স্বজনদের ভিড়
রংবেরঙের পিঠার সঙ্গে
নতুন ধানের ক্ষির। 

চিতই পিঠা ভাপা পিঠা
আপ্যায়নে বেশ
দুধের পিঠা রসের পিঠা
পিঠার নেই শেষ। 

রান্নাঘরে চালন ভরা
পিঠা সারি সারি
মিষ্টিমধুর শীতের পিঠা
খেতে লাগে ভারি। 

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০
এএ