ভিডিওটি ব্রাজিলের। ভিডিওটিতে দেখা যাচ্ছে, রিংয়ের মধ্যে প্রতিযোগী কুস্তিগীরকে তুলে ফেলে দিলেন মাইকেল জ্যাকসন। তারপর শুরু করেন নাচ। নাচতে নাচতে প্রতিযোগীকে এক ঘুষি মেরে ফের শুরু করলেন মুনওয়াক। আর এই ‘জ্যাকসন’ কুস্তিগীরের কীর্তিকলাপেই মজেছেন নেটাগরিকরা। তাকে হুবহু মাইকেল জ্যাকসনের মতোই লাগছে। রিংয়ের ভিতর চালচলনও অনেকটা মাইকেল জ্যাকসনের ঢঙেই।
Apparently Michael Jackson isn’t dead he’s a wrestler in Brazil pic.twitter.com/BJUDh1sbGT